352926

বিশ্বে দ্রুততম সময়ে ১০ লাখ মানুষকে করোনা টিকা দিল ভারত

নিউজ ডেস্ক।। বিশ্বে দ্রুততম সময়ে ১০লাখ মানুষকে করোনা টিকা দিয়ে রেকর্ড গড়েছে ভারত। কর্মসূচি শুরুর প্রথম ছয় দিনের মধ্যেই ১০ লাখ মানুষকে টিকার ডোজ দিয়েছে দেশটি। বিশ্বের মধ্যে এটাই দ্রুততম টিকাদান কর্মসূচি।

গতকাল বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, গত ১৩ দিনে স্বাস্থ্যসেবা কর্মীসহ ২৫ লাখেরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। ভারত কেবল ছয় দিনের মধ্যে দশ মিলিয়ন ছাড়িয়ে গেছে, যা সব দেশের মধ্যে দ্রুততম, বলেন তিনি।

১০ লাখের মাইলফলক অতিক্রম করেতে আমেরিকার লেগেছে ১০ দিন। ১২ দিন লেগেছে ইউরোপের দেশ স্পেনের। ১৪ দিনে লেগেছে ইসরায়েলের। ১৮ দিনে এ তালিকায় ঢোকে যুক্তরাজ্য, ১৯ দিন লেগেছে ইতালির। ২০ দিনে ১০ লাখ টিকা দিয়েছে জার্মানি এবং ২৭ দিনে এ তালিকায় এসেছে সংযুক্ত আরব আমিরাত।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, মোট ১১ টি রাজ্য স্বাস্থ্যসেবা কর্মীদের টিকা দেওয়ার ক্ষেত্রে নজির স্থাপন করেছে। এবং টিকা গ্রহনকারীদের তালিকার ৩০ শতাংশেরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।

এর মধ্যে লক্ষদ্বীপ অন্তর্ভুক্ত, এখানে তালিকার ৮৩.৪ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর পরে রয়েছে ওড়িশা, এখানে টিকা নিয়েছে ৫০.৭ শতাংশ মানুষ। হরিয়ানায় নিয়েছে ৫০ শতাংশ এবং আন্দামান ও নিকোবর দ্বিপপুঞ্জে নিয়েছে ৪৮.৩ শতাংশ মানুষ। এটিকে একটি প্রশংসনীয় অর্জন বলে উল্লেখ করেন ভূষণ।

এর বাইরে, স্বাস্থ্য মন্ত্রণালয় ছয়টি রাজ্য চিহ্নিত করেছে, যেখানে টিকা অভিযানের উন্নতি ও গতি বাড়ানো প্রয়োজন। এর মধ্যে ঝাড়খন্ড রয়েছে, যেখানে লক্ষ্যমাত্রার মাত্র ১৪.৭ শতাংশ পুরণ হয়েছে। পাশাপাশি রয়েছে দিল্লি, এখানে মাত্র ১৫.৭ শতাংশ টিকা প্রদান করা হয়েছে।

কোভাক্সিন ও কোভিশিল্ড দুটি টিকার মাধ্যমে ভারতব্যাপী টিকাদান অভিযান গত ১৬ জানুয়ারি শুরু হয়েছিল। প্রাথমিকভাবে, সরকারের লক্ষ্য এক কোটি স্বাস্থ্যসেবা কর্মী এবং দুই কোটি ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া। সূত্র: গাল্ফ নিউজ।

 

ad

পাঠকের মতামত