352501

প্রমাণ মিলেছে, করোনার নতুন ধরণের উপর ভ্যাকসিন কাজ করেনা

ডেস্ক রিপোর্ট।। অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় প্রাপ্ত নতুন ভ্যারিয়েন্ট পরবর্তী সময়ে এক ডজনের বেশি দেশে পাওয়া গেছে। দুটি গবেষণা বলছে, এই ব্যারিয়েন্টটির উপর বর্তশানে আবিস্কৃত কোনও ব্যাকসিনই কাজ করছে না। ৬ জন করোনা রোগীর উপর চালানো হয়েছে এই গবেষণা। সিএনএন

আফ্রিকা হেলথ রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানী অ্যালেক্স সিগাল বলেন, ‘এই মিউটেশনগুলো অন্য মিউটেশনগুলেকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে বলে মনে হচ্ছে। ফলে ভ্যাকসিন কার্যক্রমই ঝুঁকিতে পড়ে যেতে পারে।’

গবেষণাপ্রাপ্ত ফল বলছে, যদি কেউ আগে থেকেই করোনাক্রান্ত হয়ে থাকেন, তবে এই নতুন ভ্যারিয়েন্ট তার জন্য আরও মারাত্মক হতে পারে। এমনকি হতে পারে মৃত্যুর কারণও। এর আগে সাউথ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট অব কমিউনিকেবল ডিজিজ এর গবেষণাতেও একই ধরণের ফল এসেছিলো।

 

ad

পাঠকের মতামত