351943

দ্রুত চুল শুকাতে মেনে চলুন এই কয়েকটি টিপস

চুল শুকানোর জন্যই হেয়ার ড্রাইয়ার ব্যবহারের বিপক্ষে অনেকে। তবে তড়িঘড়ি করে বাইরে বের হতে হচ্ছে সে সময় কি করবেন? ভেজা চুলে বাইরে বের হলে স্যাঁতসেঁতে একটা ভাব আসবে আর এতে করে মাথা ব্যাথাও হতে পারে। তবে কিছু টিপস মাথায় রাখলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

কন্ডিশনার এড়িয়ে যাওয়া বন্ধ করুন:

ভেজা চুল বেঁধে রাখা বা তোয়ালেতে পেচানো চুলের গোড়া নরম করতে পারে এবং পরবর্তীতে ভেঙ্গে যেতে পারে। এটি বন্ধ করতে চাইলে আপনার চুল ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনিং করুন। চুলকে ফ্রিজি হওয়ার হাত থেকে রক্ষা করবে। এছাড়া সব সময় চুল কন্ডিশনিং এর সাথে চিড়ুনি দিয়ে আচড়ানোর চেষ্টা করুন।

ঠান্ডা পানি ব্যবহার করুন:

ঠান্ডা পানিতে আপনার চুল ধোয়ার বিষয়টি নিশ্চিত করুন। গরম পানি চুলের কটিকাগুলো খুলে যায়। এতে করে তৈরি হয় সমস্যা। চুলে কন্ডিশনার দিলে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। ৩০ থেকে ৪০ সেকেন্ড রেখে সাথে সাথে ধুয়ে ফেলুন। চুল থেকে অতিরিক্ত পানি সরিয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। এতে করে শতকরা ৭০ থেকে ৮০ ভাগ চুল শুকিয়ে যাবে।

দ্রুত গোসল শেষ করুন:

চুল শুকানোর সময় আপনি আপনার ভেজাবাথরুমে থাকবেন না। স্যাঁতসেতে পরিবেশে চুল শুকাতে আরো বেশি সময় লাগে। শুকনো জায়গায় চুল শুকানোর চেষ্টা করুন।

মাইক্রোফাইবার তোয়ালে ব্যবহার করা:

চুল দ্রুত শুকানোর জন্য একটি মাইক্রোফাইবার তোয়ালে বা একটি টি-শার্ট ব্যবহার করুন। এই দুটি উপকরণই নরম এবং সাধারণ তোয়ালের চেয়ে অনেক বেশি পানি শুষে নেয়। এটি আপনার চুলের কোন ক্ষতি করা ছাড়াই চুল শুকাতে সাহায্য করবে। প্রয়োজনে অতিরিক্ত পানি একটি টিস্যু দিয়ে সরিয়ে নিন।

পাশে রাখুন হেয়ার মুজ:

ভেজা চুল তাড়াতাড়ি শুকাতে ‍হেয়ার মুস ব্যবহার করুন। মুসে থাকা অ্যালকোহল চুল দ্রুত শুকাতে সাহায্য করবে। এছাড়া মুজ ব্যবহার করলে চুল যেমন রুক্ষ হবেনা তেমনি কোন ফোলাভাবও থাকবেনা।

 

ad

পাঠকের মতামত