350942

করোনায় চার ধরনের টিকার দাম ও কার্যকারিতা

ডেস্ক রিপোর্ট।। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে সাত কোটি ৯৭ লাখ ২৯ হাজার ১২৭ জন এবং মারা গেছে ১৭ লাখ ৪৯ হাজার ৩৪০ জন।

এরই মধ্যে বেশ কয়েকটি টিকা বিভিন্ন দেশে অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাজ্যেও দুটি টিকা অনুমোদন পেয়েছে। এ ছাড়া আরো বিভিন্ন দেশ এরই মধ্যে পছন্দের টিকা অনুমোদন দিয়ে চালান বুঝে নিচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দুটি ডোজ নিতে হবে। এর কার্যকারিতা ৬২ থেকে ৯০ শতাংশ। রেফ্রিজারেটরে স্বাভাবিক তাপমাত্রায় এটি রাখা যাবে। প্রত্যেক ডোজের দাম চার মার্কিন ডলার।

মডার্নার তৈরি টিকাও দুটি ডোজ নিতে হবে। এর কার্যকারিতা ৯৫ শতাংশ। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি রাখতে হবে। প্রতি ডোজের দাম ৩৩ মার্কিন ডলার।

ফাইজার/বায়োএনটেকের তৈরি টিকা ১৪ দিনের ব্যবধানে দুটি ডোজ নিতে হবে। এর কার্যকারিতা ৯৫ শতাংশ। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি সংরক্ষণ করতে হবে। প্রতি ডোজ টিকার দাম ২০ ডলার।

রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকার ক্ষেত্রেও দুটি ডোজ নিতে হবে। এটির কার্যকারিতা ৯২ শতাংশ। রেফ্রিজারেটরে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে। এর প্রতি ডোজের দাম ১০ ডলার। সূত্র : বিবিসি।

 

ad

পাঠকের মতামত