350762

টি-টেন লিগে ডাক পেলেন নাসিরসহ বাংলাদেশের ৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: আগামী বছরের জানুয়ারির শেষ দিকে জৈব সুরক্ষায় (বায়ো বাবল) শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের তৃতীয় আসর।

ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এ খেলায় প্লেয়ার্স ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার।

বুধবার এ ড্রাফট অনুষ্ঠিত হয়।

সেখানে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন, মুক্তার আলি, মেহেদি হাসান, আফিফ হোসেন ও নাসির হোসেন।

ড্রাফটে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলিকে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলটিতে খেলছেন দুই পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।

একসময় নিয়মিত জাতীয় দলে খেলা নাসির হোসেনকে কিনে নিয়েছে পুনে ডেভিলস। আরেক দল বাংলা টাইগার্স নিয়েছে দুই অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান ও আফিফ হোসেনকে।

অংশ নেয়া দলগুলো থেকে সবচেয়ে বেশি শক্তিশালী একাদশ গঠন করেছে মারাঠা অ্যারাবিয়ানস। দলের আইকন শোয়েব মালিক ও অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে ছাড়াও ইংল্যান্ডের লরি এভান্সকে নিয়েছে তারা। বাংলাদেশের তাসকিন দলের বোলিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করেছে।

এদিকে বাংলা টাইগার্স দলে ডাক পেয়েছেন শ্রীলংকার ইসুরু উদানা। আরও আছেন পাকিস্তানের মোহাম্মদ ইরফান, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস। তরুণ আফিফ দলের অলরাউন্ডিং শক্তিকে মজবুত করেছে।

পুনে ডেভিলসে নাসির পাচ্ছেন শ্রীলংকার তারকা ক্রিকেটার থিসারা পেরেরা ও ঘূর্ণি জাদুকর অজান্তা মেন্ডিসকে। স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটারও খেলছেন এই দলে। আর সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট বিদায় জানানো পাক পেসার মোহাম্মদ আমির রয়েছেন এই দলে।

টি-টেন লিগের এই ড্রাফটে বাংলাদেশ থেকে আরও আছেন মাহমুদউল্লাহ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। তবে তারা কেউ এখনও দল পাননি।

আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে জানুয়ারির ২৮ তারিখে। ফেব্রুয়ারির ৬ তারিখে মঞ্চায়ন হবে ফাইনাল।

সব খেলাই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

একনজরে টি-টেন লিগের ৮ দল-

গ্রুপ – এ: বাংলা টাইগার্স, দিল্লি বুলস, মারাঠা অ্যারাবিয়ানস, নর্দান ওয়ারিয়রস

গ্রুপ – বি: ডেকান গ্ল্যাডিয়েটর্স, পুনে ডেলিভস, কালান্দার্স ও টিম আবুধাবি।

ad

পাঠকের মতামত