350605

১৯ বছরের নারী ফুটবলার হলেন ক্রীড়া উপমন্ত্রী

১৯ বছরের একজন নারী ফুটবলার হলেন একটি দেশের ক্রীড়া উপমন্ত্রী। বলিভিয়ার মেয়ে সিয়েলো ভিজাগা এই সম্মানের অধিকারী হলেন। দেশটির ক্ষমতাসীন দল মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) তাকে এ দায়িত্ব দিয়েছে।

তিনি এর আগে বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে বলিভিয়ার প্রতিনিধিত্ব করেছেন।

দেশের ক্রীড়াঙ্গনের অবস্থার উন্নতির জন্য প্রেসিডেন্ট লুইস আর্সের নেওয়া একাধিক সিদ্ধান্তের মধ্যে এটিও একটি।

দায়িত্ব পেয়েই দেশের তরুণ ক্রীড়াবিদদের জন্য কাজ করার ঘোষণা দিয়েছেন উপমন্ত্রী সিয়েলো ভিজাগা।

নিজের প্রথম ভাষণে ভিজাগা বলেন, যে কোনো মহামারির বিরুদ্ধে খেলাধুলা সেরা ওষুধ। কোনো দেশকে একত্রিত করার জন্যও এটি সেরা রেসিপি।

সূত্র- প্লেডজটাইমস

ad

পাঠকের মতামত