350562

এইচএসসির ফল কয়েক দিনের মধ্যেই

চলতি বছর শেষ হতে আর মাত্র ১১ দিন বাকি। এই ১১ দিনের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে আজ রোববার (২০ ডিসেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডে আলোচনা হয়েছে। বোর্ড সভায় আলোচনা শেষে সাংবাদিকদের এমন তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের আমরা সবাই কাজ চালিয়ে যাচ্ছি।

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে।

ad

পাঠকের মতামত