350450

অ্যাডিলেডে যেসব লজ্জার রেকর্ড ভাঙল ভারত

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে লজ্জাজনক নজির গড়েছে ভারত।

৩৬ রানে গুটিয়ে গেছে কোহলিরা। যা ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড।

এমন লজ্জায় নিজেদের নাম লিখে আরও বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে ভারত।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত টেস্টে ভারতের সব থেকে কম রানের ইনিংস এটিই। এর আগে ভারতের সব থেকে কম রানের টেস্ট ইনিংস ছিল ৪২ রানের। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে গুটিয়ে গিয়েছিল ম্যান ইন ব্লুর দল।

লজ্জার এটাই শেষ নয়। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সব থেকে কম রানের ইনিংসকে ছাপিয়ে গেছে এবার।

১৯৪৭ সালে ব্রিসবেনে ভারত অলআউট হয়েছিল ৫৮ রানে। সে হিসেবে এবার অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ভারতের সর্বনিম্ন টেস্ট ইনিংসে পরিণত হল।

এবার আসা যাক অ্যাডিলেড প্রসঙ্গ। অ্যাডিলেডে ভারতের ৩৬ রানই এখনও পর্যন্ত সবথেকে কম রানের ইনিংস। এর আগে এই মাঠে সবথেকে কম রানের ইনিংস ছিল ৮২।

এছাড়া ডে-নাইট টেস্টের ইতিহাসে ভারতের ৩৬ রানই এখনও পর্যন্ত সব থেকে কম রানের ইনিংস।

আরও একটি লজ্জার রেকর্ড গড়েছে ভারত।

তাহলো – এর আগে কখনও ভারতের প্রথম ৭ জন ব্যাটসম্যান এক অঙ্কের রানে আউট হয়নি। শনিবার অ্যাডিলেডে অসি বোলারদের তোপে ভারতের ১১ জন ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছতে ব্যর্থ হয়।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিন ৬২ রানে এগিয়ে থেকে শনিবার দিন শুরু করেছিল কোহলির দল।

হাতে ছিল ৯ উইকেট। ক্রিজে ছিলেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও নাইটওয়াচম্যান যশপ্রীত বুমরা।

ব্যাটিংয়ের অপেক্ষায় অধিনায়ক বিরাট কোহলি, চেতন পূজারা ও অজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানরা।

আর এমন সব উইকেট হাতে রেখে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।

কামিন্স-হ্যাজেলহুডের বোলিং তাণ্ডবে শূন্যরানে ফেরেন চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও রবিচন্দ্র অশ্বীন।

দুটি রেকর্ড গড়ার লক্ষ্যে মাঠে নেমে বিরাট কোহলি রান করলেন মাত্র ৪। ৪০ বল খেলে মাত্র ৯ রান করতে পেরেছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।

সবশেষে কামিন্সের বলে মোহাম্মদ সামি রিটায়ার্ড হার্ট হয়ে ১ রানে ড্রেসিংরুমে ফিরলে ৩৬ রানে থেমে যায় ভারতের ইনিংস।

তথ্যসূত্র: ক্রিকইনফো, হিন্দুস্তান টাইমস

ad

পাঠকের মতামত