350276

ভাস্কর্য-মন্দির পাহারায় ৩০০ স্বেচ্ছাসেবক

ইসলামী আন্দোলনের ডাকা সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্কৃতিকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা ম্যুরালে হামলা চালাতে না পারে সেই লক্ষ্যে নিরাপত্তার স্বার্থে সেই ভাস্কর্য ও ম্যুরাল পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীর নগর ভবনের সামনে সমাবেশ ও বিজয় র‍্যালীর আয়োজন করে ইসলামী আন্দোলন। শুধু একদিনের জন্য এই আয়োজন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কেএম শরীয়তউল্লাহ বলেন, বিজয় দিবস উপলক্ষে নগরীতে সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এই সমাবেশকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা ম্যুরাল এবং মন্দির বা গীর্জায় হামলা চালিয়ে আমাদের উপর দোষ চাপাতে না পারে সেজন্য আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়েছি সেসব স্থানগুলোতে নিরাপত্তার জন্য।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রোগ্রাম চলাকালীন নিরাপত্তার জন্য এই সব স্থানে সর্বমোট ৩শ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়। সূত্র: সময় টিভি

ad

পাঠকের মতামত