350304

ভারতে অজানা রোগের থাবা, দুধের নমুনায় নিকেল

ভারতে অজানা রোগের থাবায় এক সপ্তাহ আগে যেখানে কয়েকশ মানুষ অসুস্থ হয়েছেন, সেখানে দুধের নমুনায় নিকেল পাওয়া গেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সের (এআইআইএমএস) বিজ্ঞানীরা জানিয়েছেন, দুধের নমুনায় নিকেল পাওয়া আশঙ্কাজনক বিষয়।এটি সতর্কবার্তাও বটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অন্ধ্র প্রদেশের ইলুরু শহরে একটি রহস্যময় রোগ হানা দেয়। প্রায় কাছাকাছি ধরনের উপসর্গ নিয়ে শহরের প্রায় ৬০০ বাসিন্দা হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে খিঁচুনি, কাঁপুনি, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। তাদের শরীরে রক্তের নমুনায় নিকেল পাওয়া গেছে।

এদের মধ্যে অন্তত দুই সপ্তাহে তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েন রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, ইলুরু শহরের দুধে নিকেল পাওয়া গেছে। এই নিকেল আমাদের সতর্কবার্তা দিচ্ছে বলেও তারা জানিয়েছেন।

ইলুরু জেলা হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেডেন্ট আভর মোহন বলেন, এটা ভয়াবহ। তবে কিভাবে নিকেল এর মতো ধাতু দুধে পৌঁছাল, সে সম্পর্কে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেনি বলে জানান তিনি। কিন্তু সম্ভাবনা আছে কোনও কীটনাশকের মারফত হয়ত পৌঁছে থাকতে পারে।

আভর মোহন বলেন, ‘ঘাস বা অন্য কোনও কিছু হয়তো হবে যেটি গবাদি পশু খেয়েছে সেখান থেকেই নিকেল দুধে পৌঁছে থাকতে পারে।’

ad

পাঠকের মতামত