350290

টিকা নেয়ার কথা জানাবেন না ট্রাম্প, খোলা মনে নেবেন বাইডেন

আগামী সপ্তাহে করোনাভাইরাসের ভ্যাকসিন খোলা মনে নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সংশয় দূর করতে জনসম্মুখে এ টিকা নেবেন তিনি। বাইডেনের ট্রানজিশন টিমের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সিএনএন।

এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার টিকা নেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে ট্রাম্প কবে নাগাদ টিকা নেবেন সে কথা জানানো হবে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এসব পদক্ষেপের মাধ্যমে করোনা মহামারীর বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরির চেষ্টা করছে।

হোয়াইট হাউসের মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেছেন, প্রেসিডেন্ট খোলা মনেই ভ্যাকসিন নেবেন। তবে তিনি ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিতে চান।

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।

ট্রাম্পের ভ্যাকসিন নিয়ে ধোঁয়াশা : বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে নাগাদ করোনার ভ্যাকসিন নেবেন তা জানানো হবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মুখপাত্র কাইলেই ম্যাকইনানি বলেন, হোয়াইট হাউসের চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শমতো যথাসময়ে প্রেসিডেন্ট টিকা নেবেন। স্বেচ্ছায় আগ্রহী হয়েই ট্রাম্প টিকা নেবেন তিনি। তবে কবে, কখন, কীভাবে তিনি টিকা নেবেন সেটা প্রকাশ করতে অস্বীকৃতি জানানো হয়।

ট্রাম্প এবং তার কট্টর সমর্থকরা করোনাকে ভুয়া ও জুজুর ভয় বলে অভিহিত করেছেন।

ad

পাঠকের মতামত