350021

যৌন হেনস্থার শিকার যৌনকর্মী পাচ্ছে ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ

যৌন নিপীড়নের শিকার হয়ে ছয় অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছেন নিউজিল্যান্ডের এক যৌনকর্মী। সোমবার দেশটির একটি আদালত যৌনকর্মীর পক্ষে এ রায় দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ২০০৩ সালে যৌনকর্মীদের ওপর অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইন পাস করে নিউজিল্যান্ড।

সেই আইনের মাধ্যমে ওই যৌনকর্মীর ওপর নিপীড়নের অভিযোগ সুরাহা করা হয়। তাকে আইনি সহায়তা দেন একটি মানবাধিকার সংস্থা।

অভিযুক্ত এক ব্যবসায়ীকে ছয় অঙ্কে ডলার (নিউজিল্যান্ড) জরিমানা করা হয়, বাংলাদেশি মুদ্রায় যা ৬০ লাখেরও বেশি।

মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এবং হারানো উপার্জন পুষিয়ে নিয়ে এ টাকা পাবে ওই যৌনকর্মী।

সংস্থাটি জানায়,এই আইনি নিষ্পত্তির মাধ্যমে প্রতিফলিত হলো যে, যৌন হয়রানি থেকে রেহাই পাওয়ার অধিকার আছে যৌনকর্মীদেরও।

তবে বাদী, বিবাদীর পরিচয় এমনকি আইনি প্রক্রিয়া সম্পর্কে গোপন রাখে কর্তৃপক্ষে। ফলে বিষয়টি নিতে বিস্তারিত কিছু জানা যায়নি।

ad

পাঠকের মতামত