350035

করোনার মধ্যে পরীক্ষা, অধ্যক্ষের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: করোনা মহামারির মধ্যে সরকারের নির্দেশনা আমান্য করে পরীক্ষা নেওয়ার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কাইয়ুম সরকারকে এ সাজা দেওয়া হয়।

গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, করোনা মহামারির মধ্যে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশনা অমান্য করেন ওই অধ্যক্ষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিলেন।

খবর পেয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই কলেজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অধ্যক্ষকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।

ad

পাঠকের মতামত