349752

একসঙ্গে শক্তিশালী ভ্যাকসিন বানাতে যাচ্ছে ব্রিটেন-রাশিয়া

করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা আরও উন্নত করার লক্ষে ব্রিটিশ এবং রুশ বিজ্ঞানীরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুটনিক ভি ভ্যাকসিনের সমন্বিত ট্রায়াল শুরু করতে যাচ্ছে।

একইরকম দুটি ভ্যাকসিন একসঙ্গে প্রয়োগ করা হলে সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ভালো হতে পারে বলে প্রত্যাশা।

রাশিয়ায় এ ট্রায়াল সম্পন্ন হবে। আঠারো বছরের বেশি বয়সীরা এতে অংশ নেবে। কতজন অংশ নেবে পরিষ্কারভাবে বলা হয়নি।

সম্প্রতি অক্সফোর্ড তাদের ট্রায়ালের তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়, তাদের ভ্যাকসিন মানবদেহে কার্যকর এবং নিরাপদ।

বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে তাদের ভ্যাকসিন কতটা কার্যকর সে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে এখন। পাশাপাশি ব্রিটিশ ওষুধ এবং স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদনের জন্য অপেক্ষা করছে অক্সেফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।

ad

পাঠকের মতামত