349638

বিমানবন্দরে উদ্ধার সেই বোমার বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া ২৫০ কেজি ওজনের যুদ্ধকালীন বোমাটির বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশের এলাকা।

টাঙ্গাইলের মধুপুর বনের রসুলপুর বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে এটি নিষ্ক্রিয় করে বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দল।

বিমানবাহিনীর ফ্লাইট লে. আজমের নেতৃত্বে ৯ জনের একটি দল বুধবার রাতেই উদ্ধার হওয়া বোমা নিয়ে ফায়ারিং রেঞ্জে আসে।

সকালে ক্যাম্প ক্যাম্পাসে মাটি গভীর গর্ত করে সেখানে পুঁতে এটি নিষ্ক্রিয় করা হয়। ফায়ারিং ক্যাম্প কমান্ডার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিসের টিম লিডার ভজন চন্দ্র হালদার জানান, এ সময় বোমার বিস্ফোরণে আশপাশের এলাকা সশব্দে কেঁপে উঠে। বোমার বিস্ফোরিত অংশ অনেক উপরে উঠে যায়। মাটিতে পুঁতে রাখা অংশে অনেক গভীরতার সৃষ্টি হয়।

এটি নিষ্ক্রিয় করার সময় বিমানবাহিনীর বিভিন্ন স্তরের সদস্য ও মধুপুর ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিল।

ad

পাঠকের মতামত