
জৈবাস্ত্রে করোনার চেয়েও ভয়ঙ্কর হবে আগামী বছর, ভবিষ্যৎবাণী নস্ট্রাদামুসের!
বিখ্যাত ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী এখনও বিশ্ববাসীকে নাড়া দেয়। ১৫ শতকের মাঝামাঝি সময়ে তিনি মোট ৯৪২টি ভবিষ্যৎবাণী করেছিলেন, যার বেশিরভাগই মিলে গিয়েছে বলে দাবি করা হয়ে থাকে। তবে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীর ভাষা ও তার ইঙ্গিত নিয়ে এখনও বিতর্ক রয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নস্ট্রাদামুসের একটি ভবিষ্যৎবাণী। আর সেটা হলো করোনা মহামারি। তিনি নাকি অনেক আগেই ২০২০ সালে বিশ্বজুড়ে এক মহামারির ভবিষ্যৎবাণী করেছিলেন।
আরো বলা হচ্ছে, ২০২১ সালের জন্য তার ভবিষ্যৎবাণী নাকি আরও ভয়ঙ্কর। সোশ্যাল মিডিয়ার দাবি, ২০২১ সালের জন্য নস্ট্রাদামুসের একটি ভবিষ্যৎবাণী ছিল, রাশিয়ার এক জৈব বিজ্ঞানী এমন এক জৈবাস্ত্র তৈরি করবেন যা ধ্বংস করে দেবে পুরো পৃথিবীর মানুষকে।
তবে, বিজ্ঞানী মহলের একাংশের দাবি, পৃথিবী ধ্বংসের আগে ঘন ঘন প্রকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষ, মহামারি, ভূমিকম্প হবে। করোমা মহামারির পরও পৃথিবীতে ব্যাপক খাবারের সংকট হতে পারে বলেও মনে করছে কোনও কোনও মহল।
গোটা পৃথিবীতে বর্তমানে ৫০ শতাংশ মানুষ বসবাস করেন সমুদ্র উপকূলবর্তী এলাকায়। এখন যেভাবে উষ্ণায়ণ হচ্ছে তাতে প্রতিনিয়তই বাড়ছে সমুদ্রের জলস্তর। ফলে কোনও একটা সময় উপকূলবর্তী অঞ্চল সমুদ্রের জলে ডুবে যাওয়াও অসম্ভব কিছু নয়।
উল্লেখ্য, নস্ট্রাদামুস দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হিটলারের উত্থান, কমিউনিজমের পতন, মার্কিন প্রেসিডেন্টের হত্যা, ইসরাইল রাষ্ট্রের গঠনের মতো ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন।
সূত্র : জি২৪ ঘণ্টা।