349089

টি-টোয়েন্টিতে রান তোলায় এগিয়ে বাংলাদেশ

মারকাটারি টি-টোয়েন্টিতে প্রতিটি বলই বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্লগ ওভারে রান তোলায় যে দল যত বেশি পারদর্শী সে দলের জয়ের সম্ভাবনাও তত বেশি তৈরি হয়। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স যদিও আহামরি কিছু নয়, তবে চিত্র বলছে, গেল এক বছরে শেষের ওভারগুলোতে রান তোলায় বেশ এগিয়ে টাইগাররা।

করোনার কারণে চলতি বছরে খুব বেশি ম্যাচ খেলতেও পারে নি বাংলাদেশ। সবশেষ ১২ মাসে তামিম-রিয়াদরা খেলেছেন মোটে ৪টি ম্যাচ। এই ম্যাচগুলোতে ১৬-২০ ওভারে বাংলাদেশের রান তোলার গড় ওভারপ্রতি ১০.৯২। এই তালিকায় বাংলাদেশ এগিয়ে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান এমনকি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের চেয়েও!

স্লগ ওভারে রান তোলার ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে ২টি দেশ। ভারত ও আফগানিস্তান। শেষের ৫ ওভারে ভারতের রান তোলার গড় ১১.৬৯। আর সবশেষ প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ নিচে থাকা আফগানদের রান তোলার গড় ওভারপ্রতি ১১.৩০ রান।

গেল ১২ মাসে ১৬-২০ ওভারে দলগুলোর রান তোলার গড়

দেশ                        ম্যাচ            রান রেট
ভারত                       ১১             ১১.৬৯
আফগানিস্তান                ৩             ১১.৩০
বাংলাদেশ                     ৪             ১০.৯২
ইংল্যান্ড                     ১২             ১০.৮৬
ওয়েস্ট ইন্ডিজ               ১১             ১০.৬০
পাকিস্তান                     ৮             ১০.২৯
নিউজিল্যান্ড                  ৮              ৯.৯৮
দক্ষিণ আফ্রিকা               ৯              ৯.৬৩
অস্ট্রেলিয়া                    ৬              ৮.৪৭
জিম্বাবুয়ে                      ৫              ৮.২৯
শ্রীলঙ্কা                        ৫               ৮.২৬

ad

পাঠকের মতামত