348989

চাকরি হারিয়ে ইউরোপ থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা

করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরা এখন কঠিন সময় পার করছেন। ইতোমধ্যে অনেকে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে। এমন অবস্থায় সেখানে থাকা প্রবাসীদের নানা সংকট দেখা দিলে বাধ্য হয়েই দেশে ফিরে আসছেন অনেকে।

আবার চাকরি হারানো অনেকেই অপেক্ষা করছেন, করোনা নিয়ন্ত্রণে এলেই হয়তো বা তারা ফিরে পেতে পারেন তাদের কাজ। কিন্তু ইতালি ও ইউরোপের অবস্থা শ্রমিকদের জন্য এখন মোটেই সুবিধাজনক নয় বলে জানা গেছে।

জানা যায়, করোনা মাহামারির সময়ে পুরো ইউরোপে ১ কোটি ৬২ লাখ ৩৬ হাজার মানুষ চাকরি হারিয়েছেন। এর মধ্যে ইউরোজোনের রয়েছেন ১ কোটি ৩১ লাখ। শুধু ইতালিতে চাকরি হারানোর মানুষের সংখ্যা ৪২ লাখ ৯৫ হাজার অতিক্রম করেছে। যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ৪০ হাজারেরও বেশি।

এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা নতুন করে আশার আলো দেখছেন না।

এ বিষয়ে প্রবাসী এক বাংলাদেশি জানান, এখানে অনেক বাংলাদেশি আছেন, যারা চাকরি হারিয়েছেন। এজন্য বেশিরভাগ প্রবাসীই বাংলাদেশে ফেরত যাচ্ছে।

আরেকজন বলেন, অনেকেরই কর্মসংস্থান নেই। এ জন্য এ বছর রেমিটেন্সের পরিমাণও অনেক কমে যাবে।

ইতালিতে দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা করোনার প্রথম পর্যায়কে অতিক্রম করেছে অনেক আগেই। গেল কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে হু হু করে।

করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৪১ হাজার ৬১০ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ হাজার ৫৪ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ২৩ হাজার ৩৩৫ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ৯৯ হাজার ৩৮৩ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ২০৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৩৬ জন।

ad

পাঠকের মতামত