348825

ইরানি বিজ্ঞানী হত্যায় ‘রিমোট কন্ট্রোল’ প্রযুক্তি

ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাকরিজাদেহ হত্যায় ‘রিমোট কন্ট্রোল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সোমবার শীর্ষ এই বিজ্ঞানীকে সমাহিত করার সময় এমন মন্তব্য করেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি।

ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, মেশিন গানসহ একটি গাড়িটি ফাকরিজাদেহর গাড়ির কাছে চলে আসে। তারপরেই গুলি চালানো হয়। তিনি গাড়ির ভেতরে বসা ছিলেন। গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রাজধানী তেহরানের অদূরে গেল শুক্রবারের এই ঘটনার ঘটে।

২০০০ সাল থেকে ইরানের পরমাণু কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন মোহসিন ফাকরিজাদেহ। রিয়ার অ্যাডমিরাল আলী শামখানির মতে, ২০ বছর ধরে ইসরালের গোয়েন্দা বাহিনী মোসাদ তাকে হত্যার জন্য চেষ্টা করছিল।

অপারেশনটি খুব জটিল ছিল উল্লেখ করে তিনি বলেন, রিমোট কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে কোনও অপরাধী উপস্থিত ছিল না। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আরও বলেন, শত্রুরা পেশাদার ও নতুন পদ্ধতি ব্যবহার করেছে। অবশেষে সফল হয়েছে তারা।

ad

পাঠকের মতামত