348679

বিজয়ী প্রমাণ করতে ‘১২৫ ভাগ শক্তি ব্যবহার’ করবেন ট্রাম্প

আগামী ছয় মাসেও মন থেকে ভোটের ফল মেনে নেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের পর ফক্স নিউজকে দেওয়া প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

ফক্স নিউজের মারিয়া বার্তিরোমোর সঙ্গে ফোনে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের জো বাইডেনের কাছে যে হারেননি তা প্রমাণ করতে নিজের ‘১২৫ ভাগ শক্তি ব্যবহার’ করবেন তিনি।

সাক্ষাৎকারের একপর্যায়ে মারিয়া বার্তিরোমোর ট্রাম্পকে প্রশ্ন করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচনে কথিত জালিয়াতির অভিযোগ প্রমাণ করতে পারবেন কি না। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এমন একজন বিচারক প্রয়োজন, যিনি মামলা শুনতে চান। এমন সুপ্রিম কোর্ট প্রয়োজন, যা সবকিছু বিচার বিবেচনা করে তার ওপর ভিত্তি করে সত্যিকারের বড় সিদ্ধান্ত নিতে ইচ্ছুক। ব্যাপারটি এমন নয় যে আপনি আমার মন পরিবর্তন করাতে যাচ্ছেন। আমার মন ছয় মাসেও বদলাবে না। ব্যাপক জোচ্চুরি হয়েছে।’

সাক্ষাৎকারের শেষপর্যায়ে ট্রাম্পের দাবি, নির্বাচনে অঙ্গরাজ্যের আইনসভা, কংগ্রেস ও সিনেটে রিপাবলিকানরা যেখানে জয় পেয়েছে, সেখানে সংখ্যাগত বিচারে তার হেরে যাওয়া অসম্ভব

ad

পাঠকের মতামত