348675

টাকার বদলে নারকেল দিলেই কলেজে ভর্তির সুযোগ!

আপনি কলেজে ভর্তি চান। কিন্তু টিউশন ফি দেওয়ার সামর্থ্য নেই আপনার। সেক্ষেত্রে কি করবেন আপনি! কোথাও থেকে ধারকর্য করে অবশ্যই কলেজে ভর্তি হতে চাইবেন। কিন্তু ইন্দোনেশিয়ার বালির একটি কলেজ এ রকম অর্থনৈতিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য বের করেছে অভিনব উপায় কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অর্থের বদলে ফি বাবদ নারকেল দিলেও পড়াশোনা করা যাবে ওই কলেজে।

বালির ওই কলেজের নাম দ্য ভেনাস ওয়ান ট্যুরিজম অ্যাকাডেমি। এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। মহামারি করোনাভাইরাসের প্রকোপ এবং তার জেরে লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়েছেন সে দেশের বহ মানুষ। লকডাউনের পর থেকে সে কলেজের অনেক ছাত্রই টিউশন ফি দিতে পারেননি। সে জন্যই ‘ফি’ হিসেবে নারকেলের কথা ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ।

ওই কলেজের কর্মকর্তা আয়ান পাসেক আদি পুত্রা এ ব্যাপারে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ইনস্টলমেন্টে ফি দেওয়ার বিষয়টি আমরা আগেই চালু করেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আরও নমনীয় হয়েছি। আমরা নারকেল তেল তৈরি করি। তাই কোনও ছাত্র ফি দিতে না পারলে, তার বদলে নারকেল দিলেই হবে।’’

সূত্র: আনন্দবাজার

ad

পাঠকের মতামত