348600

পুরোনো মোবাইল নম্বর টার্গেট করে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ

পুরানো মোবাইল নম্বর টার্গেট করে এক ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে। এক্ষেত্রে পুরানো নম্বরগুলোকে বেছে নেয় প্রতারকরা।

সম্প্রতি এ ধরনের একটি চক্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা বলছেন, দীর্ঘদিন ধরেই এই চক্রটি মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল।

ব্যস্ততায় ভরা মানুষের জীবন। যাপিত সময়ের কোন পর্যায়ই খুব একটা কোমল-মসৃণ না। রয়েছে অভিনব সব প্রতারণার ফাঁদ। হাজারো মানুষের ভিড়ে

এক শ্রেণির প্রতারক আবেগকে পুঁজি করে লুটে নেয় অর্থ। যার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর সন্তান অপহরণ।
পুরানো মুঠোফোন নম্বরগুলো সাধারণত একটু বয়স্ক মানুষরা ব্যবহার করে। যাদের সন্তান থাকাটা স্বাভাবিক। তাই এ ধরনের প্রতারকরা সাধারণত ওইসব নম্বরগুলোই টার্গেট হিসেবে বেছে নেয়। সূত্র: চ্যানেল২৪

ad

পাঠকের মতামত