348455

যে কারণে অভিনয় থেকে দূরে ছিলেন হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদক: চার বছর আগে হঠাৎ করে অভিনয় ছেড়ে আড়ালে চলে যান জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। চার বছর তাকে পাওয়া যায়নি নতুন কোন নাটক, টেলিফিল্মে কিংবা চলচ্চিত্রে। সম্প্রতি বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। অভিনয় করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘হিট’ শিরোনামের একটি ধারাবাহিকে।

কেন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন হাসান মাসুদ? উত্তরে তিনি বলেন, ‘অনেক কারণেই অভিনয় থেকে এতদিন দূরে থাকা। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো- অভিনয় একঘেয়েমি লাগছিল। চরিত্রগুলো নিয়ে তৃপ্তি পাচ্ছিলাম না, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। মনের বি’রুদ্ধে কাজ করা হচ্ছিল। তাই অভিনয় থেকে বিরতি নিয়েছিলাম।’

ফেরার প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘অভিনয় ছেড়ে দেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম আর ফিরব না। এর মধ্যেই চার বছর কে’টে গেল। কিন্তু একটা সময় এসে মনে হলো, আমাকে অভিনয়ই করতে হবে। তা ছাড়া একটা কর্ম দরকার। এই বয়সে এসে চাকরি করাটাও কঠিন। এসব ভেবেই ফিরে আসা।’

অভিনয় থেকে দূরে থাকা সময়টা কিভাবে কাটিয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘কোন কিছুই করিনি। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। বলতে পারেন, এই ক’দিন অবসরে ছিলাম।’

‘হিট’ ছাড়া আর কোন নাটকে অভিনয় করছেন? উত্তরে হাসান মাসুদ বলেন, ‘না, আপাতত অন্য কোন নাটকে অভিনয় করছি না। তবে অসংখ্য নাটকে কাজ করার প্রস্তাব পাচ্ছি। ফেরার ঘোষণা দেওয়ার পর, না হলেও ১০-১২টা কাজের প্রস্তাব পেয়েছি। তবে গল্প আর চরিত্র পছন্দ না হওয়ার প্রস্তাবগুলো ফিরিয়ে দিতে হয়েছে। এখন আর ঢালাওভাবে কাজ করতে চাই না, মানসম্মত কাজ করতে চাই। এমন কাজের অপেক্ষায় আছি।’

‘হিট’ নাটকে হাসান মাসুদ অভিনয় করছেন একজন সেলুন মালিকের চরিত্রে। তার সহশিল্পী হিসেবে আছেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, মনিরা আক্তার মিঠু, ইশতিয়াক আহমেদ, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ প্রমুখ।

উল্লেখ্য, সামরিক কর্মকর্তা থেকে অভিনয়ে নাম লেখান হাসান মাসুদ। করেছেন সাংবাদিকতাও। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবির সুবাদে অভিনয়ে তার যাত্রা শুরু। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের তালিকায় আছে ‘হাউস ফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্রাজুয়েট’, ‘চিরকুমার সংঘ’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাশের ঘর’ ইত্যাদি।

ad

পাঠকের মতামত