348360

‘কমান্ডো’র কলকাতা পর্ব শেষ, দেব আসছেন বাংলাদেশে

বিনোদন ডেস্ক: বাংলাদেশি পরিচালক শামীম আহমেদ রনির ‘কমান্ডো’ সিনেমার কলকাতা পর্বের শুটিং শেষ করেছেন নায়ক দেব। এবার আসছেন বাংলাদেশে। এখানে সিনেমার পরবর্তী পর্যায়ের শুটিং করবেন। বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে এ কথা জানালেন টলিউড অভিনেতা।

এই প্রথম বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন দেব। গত ১১ মার্চ ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। পোস্টার টুইট করে জানিয়েছিলেন সে কথা। এরপর ২২ মার্চ বাংলাদেশ আসার কথা ছিল এ অভিনেতার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করার আনন্দ শেয়ার করেছিলেন ভক্তদের সঙ্গে। সেই আনন্দে থাবা বসায় করোনা। সে সময় করোনার কারণে বাংলাদেশে আসা হয়নি তার।

করোনায় আক্রান্ত হয়েছিলেন দেবের বাড়ির এক কর্মচারীও। পরিবারসহ বেশ কিছুদিন আইসোলেশনে ছিলেন টলিউড তারকা। পরে কর্মচারীর করোনামুক্ত হওয়ার কথাও জানিয়েছিলেন।

নিউ নর্মালে শুটিং ফ্লোরে ফিরেই ‘কমান্ডো’র কলকাতা পর্বের কাজ শেষ করেছেন এই অভিনেতা। একটি মিশনকে কেন্দ্র করেই এগিয়েছে তার প্রথম বাংলাদেশি সিনেমার গল্প। ছবিতে এমনই আভাস মিলছে।

‘কমান্ডো’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের জাহারা মিতু। ছবিতে কলকাতার বেশকিছু শিল্পী কাজ করছেন। আরও আছেন বাংলাদেশের মাজনুন মিজান, ফলজুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ।

এদিকে ‘কমান্ডো’ ছাড়াও দেবের হাতে রয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ সিনেমার কাজ। রয়েছে অভিজিৎ সেন পরিচালিত ‘টনিক’। রুক্মিণী মৈত্রর সঙ্গে ফের ‘কিশমিশ’ ছবিতে জুটি বেঁধেছেন দেব। এছাড়াও দর্শকরা রয়েছেন দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র প্রতীক্ষায়।

ad

পাঠকের মতামত