348003

রাজনীতিতে যোগ দিচ্ছেন শ্রীলেখা!

শ্রীলেখা মিত্র। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও সব সময় সরব। ফের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই অভিনেত্রী। তবে এবার কোনও অভিনয় বা বিতর্কিত কোনো বক্তব্য নিয়ে নয়। এবার তার রাজনীতিতে যোগ দেয়া নিয়ে চলছে হৈ চৈ।

রোববার (২২ নভেম্বর) কলকাতার বরাহনগরে সিপিএমের পক্ষ থেকে একটি ফ্রি কোচিং ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তারপরেই প্রশ্ন ওঠে, শ্রীলেখা কি রাজনীতিতে যোগ দিচ্ছেন।

এ বিষয়ে শ্রীলেখা বলেন, ‘আমি কট্টর বামপন্থী। আজ নয়, বরাবরই। সে কথা প্রথম প্রকাশ্যে আসে সৌরভ পালধির একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর। বাম নেতারাও জানেন আমার সমর্থন রয়েছে তাঁদের প্রতি।’

সবাই সরকারি দলে নাম লেখায় কিন্তু আপনি কেন প্রধান বিরোধী দলে নাম লেখাচ্ছেন এমন প্রশ্নের জবাবে শ্রীলেখা বলেন, ‘হঠাৎ করে সবুজ বা গেরুয়া রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া যায়। কিন্তু লাল পতাকাকে সমর্থন করতে গেলে সেটা হঠাৎ করে হয় না। তার জন্য শিক্ষার প্রয়োজন। কারণ, এই একটি রাজনৈতিক দল ভীষণ শিক্ষিত।’

কিন্তু বামপন্থী দলগুলির প্রতিপত্তি যে তলানিতে! এক কথায় তা নাকচ করে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একটু খেয়াল করলেই দেখা যাবে, লাল পতাকা কিন্তু আবার জাগছে। অনেক জায়গায় শ্রমজীবী ক্যান্টিন হয়েছে। করোনাকালে সস্তায় বাজার বসিয়েছে এই দল। রক্তদান শিবিরের আয়োজন করছে।’

ad

পাঠকের মতামত