347701

একদিনেই মৃত্যু ১১ সহস্রাধিক, আক্রান্ত ছয় লাখের বেশি

বিশ্বজুড়ে বেড়েই চলছে করোনা ভাইরাসের দাপট। প্রতিদিনই হচ্ছে আক্রান্ত আর মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরো ছয় লাখ ৫৯ হাজার মানুষ। এছাড়া মা’রা গেছেন ১১ হাজার ৮৯ জন।

শনিবার (২১ নভেম্বর) ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃ’তের সংখ্যা ১৩ লাখ ৭৮ হাজার ৫০৮ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৭৯ লাখ ৫৫ হাজার ৩ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১ লাখ ৪৮ হাজার ৮৩১ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে ২ লাখ ১ হাজার ৮৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৫১ জন। যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়ে যাওয়ায় বিপর্যস্ত ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৪৮ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেল। এছাড়া দেশটিতে ২০ লাখ ৩৯ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মা’রা গেছেন ৫৬২ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৬ হাজার ২৮৮ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ ৫০ হাজার।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

ad

পাঠকের মতামত