347589

ধর্ম নিরপেক্ষ আইন মেনে নিতে মুসলিমদের আল্টিমেটাম ফ্রান্সের

ধর্ম নিরপেক্ষ নতুন আইন মেনে নিতে দেশটির মুসলিম নেতাদের ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে ফ্রান্স। ‘প্রজাতন্ত্রের মূল্যবোধ’ মেনে নিতে মূলত এ আল্টিমেটাম দেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত বুধবার ‘ফ্রেঞ্চ কাউন্সিল অব দি মুসলিম ফেইথ’ নেতাদের সঙ্গে বৈঠকে বসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখো ও স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। এ বৈঠকে ৮ মুসলিম নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে মাঁখো তাদেরকে ফরাসি ‘প্রজাতন্ত্রের মূল্যবোধ’ মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

বৈঠকে মুসলিম নেতারা এ নির্দেশনা মেনে নেবেন বলেন আশ্বাস দেন। তারা এ নির্দেশনার বিষয়ে মুসল্লিদের সতর্ক করতে মসজিদের ইমামদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনেরও আশ্বাস দেন।

গত এক মাসে ফ্রান্সে তিনটি সন্ত্রাসী হামলার পর ফরাসি সরকার এ সিদ্ধান্ত নিলো। নতুন বিধিমালায় বলা হয়েছে, কোনোভাবেই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। ফরাসি মুসলিম জনগোষ্ঠিতে বিদেশি কারও প্ররোচণা চলবে না।

ad

পাঠকের মতামত