347475

২য় দফা টেস্টেও করোনা পজিটিভ সালাহ

দ্বিতীয় দফা করোনা পরীক্ষার ফলাফলেও পজিটিভ এসেছে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র। যার জন্য আইসোলেশনে থাকতে হচ্ছে ২৮ বছর বয়সী এই ফুটবলারকে।

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে করোনা আক্রান্ত হন মিশরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ। গেল ১৩ নভেম্বর এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

মোহাম্মদ সালাহ কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন, এ বিষয়ে অবশ্য এখনো ধোঁয়াশা আছে। বিভিন্ন সূত্রের দাবি, ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই করোনা আক্রান্ত হন সালাহ।

কোনো উপসর্গ না থাকলেও, করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। এরপর আবারো টেস্ট করানো হয়। তবে দ্বিতীয় পরীক্ষাতেও করোনা মুক্ত হতে পারেন নি সালাহ।

বর্তমানে মিশরে অবস্থান করছেন লিভারপুলের এই স্ট্রাইকার। করোনায় আক্রান্ত হওয়ায় লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে লেস্টার সিটি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে খেলতে পারবেন না, চলতি মৌসুমে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা।

এদিকে, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আর্সেনালের বসনিয়ান ডিফেন্ডার কোলাসিনাচ।

ad

পাঠকের মতামত