347449

বি’ক্ষোভকারীদের ভয়ে ‘নৌকায়’ পালালেন থাই এমপিরা

রাজতন্ত্রের বি’রুদ্ধে বি’ক্ষোভে উত্তাল থাইল্যান্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনের পাশে সরকারবিরোধী ও রাজতন্ত্রের অনুসারী দুপক্ষের লোকজনের মধ্যে সং’ঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এ সময় নদীর পাশে অবস্থিত পার্লামেন্ট ভবন থেকে এমপিরা নৌকায় স্থান ত্যাগ করেন।

দেশটির গণমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রদিবেদনে জানায়, মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনের পাশে বি’ক্ষোভকারীরা জড়ো হতে থাকলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর তারা বি’ক্ষোভকারীদের সরাতে জলকামান ব্যবহার করে। ওই ঘটনার সময় এমপি, সিনেটর এবং সংসদ কর্মকর্তারা দেশটির স্থানীয় সময় সাড়ে ৪ টার দিকে চাও ফ্রেয়া নদীর কায়ক কইগিরি থেকে মেরিন ডিপার্টমেন্টের ব্যবস্থা করা নৌকায় এলাকা ছাড়তে শুরু করেন।

গত জুলাই থেকে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে মঙ্গলবার সবচেয়ে স’হিংস ‘সং’ঘর্ষ দেখা যায়। সংঘ’র্ষে ৫৫ জন আ’হত হয়েছেন। গুলির আঘাতে আহত হয়েছেন পাঁচ ব্যক্তি, যাদের মধ্য দুজন শিক্ষার্থী।

ad

পাঠকের মতামত