347269

ফ্রান্স বাকস্বাধীনতার নীতিতে পরিবর্তন আনবে না: ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশে সংকট তৈরি হচ্ছে এ কারণে ফ্রান্স বাকস্বাধীনতার নীতিতে পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মহানবী (সা.)-কে অবমাননার কারণে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ ও বি’ক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

গত মাসে ফ্রান্সের ম্যাগাজিন শার্লি হেব্দোতে সম্প্রতি মহানবী মুহাম্মদকে (স.) অসম্মান করে কার্টুন ছাপা হয়। সেই কার্টুন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা শেখাতে প্রদর্শন করেন দেশটির এক শিক্ষক। পরে তিনি হ’ত্যাকা’ণ্ডের শি’কার হন। পরে ফ্রান্সের রাষ্ট্রীয় ভবনে সরকারি পৃষ্ঠপোষকতায় সেই কার্টুন প্রদর্শন করা হয়।

ফরাসি প্রেসিডেন্ট জানান, তিনি এ প্রদর্শনী বন্ধ করবেন না। কার্টুন প্রকাশ ও প্রদর্শনী বন্ধকে স্বাধীন মত প্রকাশের উপর আ’ঘাত বলে আখ্যা দেন তিনি। একইসঙ্গে মুসলিম বি’চ্ছিন্নতাবাদ মোকাবিলায় কঠোর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

এরপরই ক্ষো’ভের আ’গুন ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে। প্রিয়নবীকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বি’ক্ষোভ ও প্র’তিবাদ। দেশে দেশ ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক।

ad

পাঠকের মতামত