347146

আজেরি সেনাদের হাতে আর্মেনিয়ার ২৩শ’ সেনা নি’হত

নাগোর্নো-কারাবাখ যু’দ্ধে আর্মেনিয়ার দুই হাজার ৩০০ সেনা নি’হত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ এ-সংক্রান্ত পরিসংখ্যান সংরক্ষণ করছে বলে তারা জানিয়েছে।

এদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নাগোর্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা ও এর আশপাশের এলাকা থেকে আর্মেনিয়ার আরও কিছু সেনার ম’রদে’হ উদ্ধার করা হয়েছে এবং এসব ম’রদে’হ আর্মেনিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানবিক বিবেচনায় রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা ও তত্ত্বাবধানে এসব সেনার ম’রদে’হ উদ্ধার এবং হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে বলে তারা জানিয়েছে। তবে শনিবার (১৪ নভেম্বর) আর্মেনিয়ার ক’জন সেনার ম’রদে’হ উদ্ধার ও হস্তান্তর করা হয়েছে তা জানানো হয়নি।

অবশ্য আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ছয়জন সেনার মৃতদেহও উদ্ধার হয়েছে এবং সেগুলোর হস্তান্তর প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

গত ১০ নভেম্বর আর্মেনিয়া ও আজারবাইজান পরিপূর্ণ যু’দ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে এবং যু’দ্ধবিরতি পর্যবেক্ষণে সেখান রুশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র: পার্সটুডে

ad

পাঠকের মতামত