346800

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হা’মলা

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে নিয়োজিত সৌদি আরবের দূতাবাসে গু’লিব’র্ষণ করেছে অজ্ঞাত অ’স্ত্রধা’রী দু’র্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের দিকে গু’লিব’র্ষণের এই ঘট’না ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনও হ’তাহতের খবর পাওয়া যায়নি।

ডাচ পুলিশ বলছে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে সৌদি দূতাবাস ভবনে গু’লির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আ’টক করা হয়নি। দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, দূতাবাস ভবনের জানালার গ্লাস ভে’ঙে রাস্তায় পড়ে আছে এবং জানালায় বু’লেটের আ’ঘাতে গর্তের সৃষ্টি হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, দূতাবাসে গু’লির ঘট’নার উদ্দেশ্য জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এ ঘ’টনায় কারা জ’ড়িত তা এখনও পরিষ্কার নয়। এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হা’মলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গু’লির ঘ’টনা ঘটল; যার একদিন আগে প্রথম বিশ্বযু’দ্ধে নি’হতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বো’মা হা’মলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বো’মা হা’মলায় বেশ কয়েকজন আহ’তও হন। অমুসলিমদের সমাধিক্ষেত্রে হা’মলার কয়েক সপ্তাহ আগে জেদ্দায় আরেকটি বি’স্ফোরণের ঘটনা ঘটেছিল।

ad

পাঠকের মতামত