346738

ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ষোড়শ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল বুধবার রাতে প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই ফল প্রকাশ করেছে। যাতে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২২ হাজার ৩৯৮ জন।

এর মধ্যে স্কুল-২ পর্যায়ে এক হাজার ২০৩ জন, স্কু পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন এবং কলেজ পর্যায়ে চার হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। লিখিত পরীক্ষার ফল জানা যাবে http://ntrca.teletalk.bd/result ওয়েবসাইটে।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এনটিআরসিএর ওয়েবসাইটের পাশাপাশি উত্তীর্ণদের এসএমএস করে জানানো হবে। বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হওয়ার জন্য গত বছরের ১৫ ও ১৬ নভেম্বর এক লাখ ৫৪ হাজার ৬৬৫ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে যোগ্য ও মানসম্পন্নদের শিক্ষক নিয়োগ দিতে প্রতিযোগিতামূলক এই পরীক্ষার আয়োজন করা হয়। যাতে শিক্ষক নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। ২০০৫ সাল থেকে এ পরীক্ষা নেয়া হচ্ছে।

ad

পাঠকের মতামত