346687

সৌদি আরবে বো’মা হা’মলা

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম বি’শ্বযু’দ্ধের অবসানের স্মরণে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বো’মা হা’মলা হয়েছে।

বুধবার সকালের দিকের এই হা’মলায় বেশ কয়েকজন আ’হত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বো’মা বি’স্ফোরণে অন্তত চারজন আহ’ত হয়েছেন।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে জেদ্দায় আয়োজিত প্রথম বিশ্বযু’দ্ধের অবসানের স্মরণ অনুষ্ঠানে বো’মা হা’মলা হয়েছে।

ফরাসী এই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযু’দ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন।

বুধবার সকালের দিকে এই স্মরণ অনুষ্ঠানে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) হা’মলা হয়েছে; যাতে বেশ কয়েকজন আ’হত হয়েছেন। ফ্রান্স এই কাপুরুষোচিত ও অযৌক্তিক হা’মলার কড়া নিন্দা জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা জেদ্দায় বো’মা হাম’লার তথ্য নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেছেন, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বি’স্ফোরণের ঘটনা ঘটেছে। বি’স্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। তবে এই বি’স্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

ad

পাঠকের মতামত