346709

বিহার জিতে এবার বিজেপির স্লোগান ‘এবার বাংলা পারলে সামলা’

ভারতে বিহারের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব ফল অর্জন করেছে বিজেপি। জোট গঠন করলেও জোটের অন্যন্য দলের তুলনায় বেশি আসনে জয় পেয়েছে মোদির এই দল। এদিকে বিহার দখলের পর ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপির টার্গেট বাংলা। এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মঙ্গলবার( ১১ নভেম্বর) পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাংবাদিকদের সামনে নতুন স্লোগান তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ সময় তিনি বলেন, ‘বর্ডারে এসে গেছে। পশ্চিম থেকে যাত্রা শুরু করেছিল বিজেপি। উত্তরপূর্ব হয়ে গেছে। এবার পূর্বর পালা। সাধারণ মানুষের মনে দোলা লেগেছে। আমি একটাই কথা বলব, এবার বাংলা পারলে সামলা।’

তিনি আরও বলেন, অনেকের কাছ থেকে সিগন্যাল আসছে। তৃণমূলের সন্ত্রাসের পরিবর্তন আমাদের নিয়ে করবেন তারা। দিল্লির রাজ্যত্বের বিকাশের সঙ্গে তারা বাংলাকেও যুক্ত করবেন বলে জানিয়েছেন।

এদিকে তার এমন মন্তব্যের পর তৃণমূলের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক আবদুল জলিল আহমেদ জানিয়েছেন, ‘মুখে বলা সহজ কিন্তু বাস্তব ততটাই কঠিন। এটা বিহার নয়, এটা পশ্চিমবঙ্গ; এটা বিজেপির মনে রাখতে হবে।’

ad

পাঠকের মতামত