346581

ঐতিহাসিক বিজয়ে আজারবাইজানকে অভিনন্দন জানালেন হামাসের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক : নাগোর্নো-কারাবাখ নিয়ে যুদ্ধবিরতির চুক্তির পর আজারবাইজানকে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র আবু জুরি। আর্মেনিয়ার দখল থেকে বিরোধীয় অঞ্চলটি মুক্ত করায় মঙ্গলবার হামাস বাকুকে অভিনন্দন জানায়। এমনই তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

হামাসের মুখপাত্র আবু জুরি এক টুইটে বলেন, দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার ও যুদ্ধে ঐতিহাসিক বিজয়ের কারণে আজারবাইজানকে আমরা অভিনন্দন জানাই। এটি যে কোনো দখলের স্বাভাবিক পরিণতি। এ সময় তিনি আজারবাইজানকে তুর্কি সমর্থনের বিষয়টিও তুলে ধরেন।

উল্লেখ্য, দুই দেশের সীমান্তে ২৭ সেপ্টেম্বর থেকে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি চলে আসছিল। অবশেষে নাগোর্নো-কারাবাখে ছয় সপ্তাহ ধরে চলা সংঘর্ষ বন্ধে চুক্তি স্বাক্ষর করেছে আজারবাইজান, আর্মেনিয়া ও রাশিয়া। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিয়ান ফেসবুক বার্তায় দীর্ঘদিন ধরে চলা এ ঘটনাকে বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। সূত্র: আনাদুলু এজেন্সি।

ad

পাঠকের মতামত