346557

কমছে দিন-রাতের তাপমাত্রার পার্থক্য

সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মঙ্গলবার (১০ নভেম্বর)। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ৭২ ঘণ্টা পর তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

মঙ্গলবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। সোমবার তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গেলো ১০ দিন ধরে পঞ্চগড়ে দিনের বেলা রোদের তীব্রতা থাকলেও রাতে শীত অনুভূত হচ্ছে। হিমালয়ের হিম বায়ু প্রবেশ করায় হেমন্তেই এমন শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.০ ডিগ্রি সেলসিয়াস।

ad

পাঠকের মতামত