346297

হোয়াইট হাউসের বাইরে বাইডেন সমর্থকদের উচ্ছ্বাস

হোয়াইট হাউসের বাইরের রাস্তায় এখন উৎসবের আমেজ। বাঁশি ও বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের উচ্ছ্বাসের জানান দিচ্ছেন বাইডেন সমর্থকরা। গান-বাজনা আর শ্যাম্পেইনের বোতল নিয়ে উল্লাস করতে দেখা যায় তাদের। খবর রয়টার্সের।

সমবেত জনতার অনেকের হাতেই শোভা পাচ্ছে মার্কিন পতাকা। সমকামীদের পতাকা নিয়েও সেখানে হাজির হন অনেকে। কেউবা আবার এসেছিলেন ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা টি-শার্ট পরে।

ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এলাকায় শনিবার বিজয় উদযাপন করছিলেন অবসরপ্রাপ্ত অনুবাদক বার্নাডেট এটিনি। দিনভর নাচ-গানের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের পরিকল্পনার কথা জানান তিনি।

বার্নাডেট এটিনি আলজাজিরাকে বলেন, ট্রাম্প জামানার ভয়াবহ দুঃস্বপ্নের দিনগুলো থেকে মুক্তি পেতে বহু কাঠখড় পোহাতে হয়েছে।

এদিন হাজারও জনতা হোয়াইট হাউসের বাইরে জড়ো হন। তারা ট্রাম্পকে বিদায় জানানোর আনন্দে গান-বাজনা করেন। মহামারীর মধ্যেই এদিন হোয়াইট হাউসের বাইরে সমবেত হন বাইডেন সমর্থকরা। তবে তাদের বেশিরভাগেরই মাস্ক ছিল।

উচ্ছ্বসিত ডেমোক্র্যাটদের ভিড় এতটিই বেশি ছিল যে, মানুষের উপচেপড়া ভিড়ে একপর্যায়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাম্প সমর্থকরা বিভিন্ন শহরে বিক্ষোভ করেন। তবে দুপক্ষের মধ্যে বড় কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। তবে হ্যারিসবার্গ, পেনসিলভানিয়ায় দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর জো বাইডেনের জয় হয়েছে। তিনি এরই মধ্যে ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ট্রাম্পকে হারান। পপুলার ভোটও বেশি পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। তিনি ৭ কোটি ৪৪ লাখ ভোট পেয়েছেন। তার চেয়ে ৪১ লাখ ভোট কম পেয়েছেন ট্রাম্প, যিনি ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

ad

পাঠকের মতামত