346275

‘বাইডেন জয়ী হলে ইরান-ইসরাইল যু’দ্ধ হবে’

ইরানের পরমাণু চুক্তির পক্ষে ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের অবস্থান ইরান-ইসরাইলকে ‘হিংস্র সহিংসতায়’ ঠেলে দেবে বলে সতর্ক করেছেন ইসরাইলি অভিবাসনমন্ত্রী তাজাচি হানেগবি।

শুক্রবার (০৬ নভেম্বর) জেরুজালেম পোস্ট মন্ত্রীর বরাতে এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করে। তাজাচি হানেগবি বলেন, বাইডেন প্রকাশ্যে বহুবার বলেছেন, তিনি ইরানের পরমাণু চুক্তিতে ফিরে যাবেন। ইসরাইল প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলের অধিকাংশ নাগরিক ২০১৫ সালের পরমাণু চুক্তিকে একটি ভুল হিসেবে দেখছে। যার কোনো মূল্যই নাই।

যদি বাইডেন তার নীতিতে অটল থাকেন তাহলে ইসরাইল-ইরানের মধ্যে হিংস্র সহিংসতা হবে। বলেন, তাজাচি হানেগবি।

তবে ইসরাইলের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটির চেয়ারম্যান জভিভি হাউসার মনে করেন ভিন্ন কথা। বলেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন বাইডেনের কর্মকাণ্ড দেখেছি। তিনি ইসরাইলের সত্যিকারের বন্ধু। বলেন, ইরানের পরমাণু চুক্তি যদি পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে তা আগের থেকে অনেক বেশি কার্যকর হবে।

ad

পাঠকের মতামত