346265

নাতনির সঙ্গে কমলা হ্যারিসের ভিডিও ভা’ইরাল

ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ছোট্ট নাতনিকে নিয়ে প্রেসিডেন্ট হওয়ার গল্প শোনানোর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতে কমলা বলেছেন, ‘চাইলে তুমিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পার। কিন্তু এখন নয়। ৩৫ বছর বয়স পেরুলেই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠবে তুমি।’

নির্বাচনের পর ভোট গণনা চলমান। নির্বাচনে জয়ের আভাস পাচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। সঙ্গে তার রানিং মেট কমলা হ্যারিসও। এর মধ্যেই ১২ সেকেন্ডের একটি ভিডিও এখন বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুর বেড়াচ্ছে। তাতে দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ের সঙ্গে গল্প করছেন কমলা।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদের লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক পেন্সকে টক্কর দিচ্ছেন কমলা। ফলাফলের ধারাও এখন পর্যন্ত ইতিবাচক। নির্বাচনের বিশৃঙ্খলা ও ডামাডোলের মধ্যেই চলতি সপ্তাহে একটি ভিডিও সামনে আসে। যা শেয়ার করেছে মিনা হ্যারিস নামের একটি মেয়ে। মিনাই কমলার ভাইয়ের মেয়ে।

তাতে দেখা যাচ্ছে, একটি চেয়ারে বসে কমলা। দু’হাত দিয়ে ধরে রয়েছেন একটি ছোট মেয়েকে। তার মধ্যেও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। আর সেই কৌতূহলবশতই কমলাকে সে জিজ্ঞাসা করছে, কিভাবে প্রেসিডেন্ট হওয়া যায়।

তখন কমলা তাকে জবাব দেন, ‘তোমার যখন ৩৫ বছর বয়স পেরোবে, তখন তুমি প্রেসিডেন্ট পদের যোগ্য হয়ে উঠবে।’ কিন্তু মেয়েটি প্রেসিডেন্ট নয় নভোচারী হতে চায়। কমলার প্রত্যুত্তরে সে বলে, ‘আমি অ্যাস্ট্রোনট (নভোচারী) প্রেসিডেন্ট হতে চাই।’

৯০ হাজার মানুষ সেই ভিডিওতে কমেন্ট এবং লাইক করেছেন। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরই ভাগ্য নির্ধারিত হয়ে যাবে কমলা হ্যারিসের। তিনি কি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হবেন নাকি অধরাই থেকে যাবে স্বপ্ন! ৫৫ বছর বয়সী কমলাকে সঙ্গে নিয়েই এবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এ প্রান্ত ও প্রান্ত ছুটে বেড়িয়েছেন ডেমোক্র্যাট ৭৭ বছর বয়সী নেতা জো বাইডেন। ডোমোক্র্যাটরা জিতলে কমলার ভাইস প্রেসিডেন্ট পদ নিশ্চিত। ভোটের প্রবণতায় ডেমোক্র্যাটদের পাল্লাই ভারি। ভিডিও 

ad

পাঠকের মতামত