346227

৩০০ ইলেকটোরাল ভোটের আশায় বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও হাতে এসে পৌঁছায়নি। বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল এখনও বাকি আছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা যেন কাটছেই না। তবে ইতোমধ্যেই নির্বাচনের ফলাফল কিছুটা আঁচ করা যাচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত যে পাঁচ অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাকি আছে সেখানকার বেশিরভাগ অঙ্গরাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। যদিও এসব অঙ্গরাজ্যে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে। সেই হিসেবে এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। অপরদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

অর্থাৎ জয়ের খুব কাছেই আছেন বাইডেন। তার মাত্র ৬টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া এবং নেভাদার কোনো একটিতে জয় পেলেই জিতে যাবেন বাইডেন। অপরদিকে জয়ী হতে ট্রাম্পের প্রয়োজন আরও ৫৬টি ভোট। অর্থাৎ যেসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি সেসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনকে হারাতে হবে ট্রাম্পের।

জর্জিয়ায় এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ওই অঙ্গরাজ্যে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। সেখানে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট। সেখানে জো বাইডেনকে ভোট দিয়েছেন ২৪ লাখ ৫৬ হাজার ৮৪৫ জন। অপরদিকে ট্রাম্প ভোট পেয়েছেন ২৪ লাখ ৫২ হাজার ৮২৫ জন ভোটার।

এদিকে, নর্থ ক্যারোলিনায় মোট ইলেকটোরাল ভোট ১৫টি। সেখানে ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ওই অঙ্গরাজ্যে ট্রাম্প পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট। অপরদিকে জো বাইডেন পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ। নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন ২৭ লাখ ৩২ হাজার ৭৮২ জন। অপরদিকে জো বাইডেনকে ভোট দিয়েছেন ২৬ লাখ ৫৬ হাজার ৩০৩ জন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে জো বাইডেনকে ভোট দিয়েছেন ৪৯ দশমিক ৬ শতাংশ মানুষ। আর প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ। ওই অঙ্গরাজ্যে বাইডেন ৩৩ লাখ ৩৭ হাজার ৬৯টি ভোট পেয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ১৯২ জন।

নেভাদায় ইলেকটোরাল ভোট ৬টি। সেখানে এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে ৮৭ শতাংশ। ওই অঙ্গরাজ্যে জো বাইডেন ভোট পেয়েছেন ৪৯ দশমকি ৮ শতাংশ এবং ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। সেখানে বাইডেনকে ভোট দিয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৫৫৮ জন এবং ট্রাম্প ভোট পেয়েছেন ৬ লাখ ৯ হাজার ৯০১টি।

অপরদিকে আলাস্কায় এখন পর্যন্ত ৫০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৬২ দশমিক ১ শতাংশ এবং বাইডেন পেয়েছেন ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট। অর্থাৎ ট্রাম্পকে ভোট দিয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬০২ জন। আর বাইডেন পেয়েছেন ৬৩ হাজার ৯৯২টি ভোট।

ad

পাঠকের মতামত