346089

জর্জিয়ায় ট্রাম্প-বাইডেন সমানে সমান

আন্তর্জাতিক ডেস্ক: এতদিন মানুষ ক্রিকেট-ফুটবলে দেখেছে শ্বাসরুদ্ধকর লড়াই। কিন্তু উত্তেজনায় নির্বাচনও যে পিছিয়ে নেই, তা দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ভোটগ্রহণের দুইদিন পার হলেও এখনও নিশ্চিত নয় কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।

ভোটের পর প্রথমদিকে টানটান উত্তেজনা ছিল মিশিগান নিয়ে, দ্বিতীয়দিন তা চলে আসে নেভাদায়। কিন্তু তৃতীয়দিনে তারচেয়েও বেশি উত্তাপ দেখাচ্ছে জর্জিয়া। এ ব্যাটলগ্রাউন্ডে রীতিমতো সমানে সমান দুই পক্ষই।

অঙ্গরাজ্যটিতে বৃহস্পতিবারও বিপুল ভোটে এগিয়ে ছিলেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প। তবে ভোটগণনা শেষের দিকে যাওয়ার পথে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ট্রাম্প-বাইডেন দু’জনই পেয়েছেন ৪৯ দশমিক ৪ শতাংশ ভোট। সংখ্যার দিক থেকে দেখলে রিপাবলিকান শিবিরে পড়েছে ২৪ লাখ ৪৭ হাজার ৩৪৩ ভোট আর ডেমোক্র্যাটদের ঘরে ২৪ লাখ ৪৫ হাজার ৫৬৮টি।

অর্থাৎ মাত্র ১ হাজার ৭৭৫ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। রাজ্যটিতে এখনও প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি। সেক্ষেত্রে যেকোনও সময় বাইডেন এগিয়ে যাওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হয়ে উঠছে।

এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। ভোটের ফল বাকি থাকা পাঁচটি রাজ্যের মধ্যে শুধু নেভাদায় এগিয়ে রয়েছেন তিনি। তবে ওই রাজ্যে এখনও ২ লাখ ৩৩ হাজার ভোট গণনা বাকি। সেখানে মাত্র ১১ হাজার ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। অর্থাৎ, এ রাজ্যে জেতার সুযোগ রয়েছেন ট্রাম্পের।

তবে ছয়টি ইলেকটোরাল ভোট থাকা নেভাদায় জিতলেই বাইডেনের বিজয় নিশ্চিত ধরা যাচ্ছে। ভোটগণনা শেষ হয়ে আসা জর্জিয়াতেও তার ভালো সম্ভাবনা রয়েছে। এ রাজ্যে জিতে ১৬টি ইলেকটোরাল ভোট পকেটে পুরতে পারলে ডেমোক্র্যাটদের আর নেভাদার দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই।

তবে এগিয়ে থাকা জর্জিয়া, পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও আলাস্কায় যদি শেষপর্যন্ত ট্রাম্পই জেতেন, পাশাপাশি বাইডেনকে সরিয়ে নেভাদায়ও তিনি জয় তুলে নিতে পারেন, তাহলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দখল নেবে রিপাবলিকানরা।

যদিও পপুলার ভোটের পাশাপাশি এ বছর ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। সেগুলো যোগ হলে ব্যবধান কম থাকা অঙ্গরাজ্যগুলোতে ফল বদলে যেতে পারে।

ad

পাঠকের মতামত