346153

আশরাফুল-শাহরিয়ার-কাপালি-রাজ্জাকরা থাকছেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে

স্পোর্টস ডেস্ক: দেশের অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে ছয় দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দল ও হাই-পারফরম্যান্স দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে ১১৩ জনের ফিটনেস পরীক্ষা নেবে বিসিবি।

বিসিবির এ ফিটনেস টেস্টে থাকছেন আইসিসির নিষেধাজ্ঞা থেকে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালি ও আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞরা।

তবে বিসিবির এ তালিকায় নেই জাতীয় দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে রয়েছেন। যে কারণে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে রাখা হয়নি টি-টোয়োন্টি টুর্নামেন্টের ফিটনেস টেস্টে।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- আগামী সোম ও মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে। টি-টোয়েন্টির টুর্নামেন্টে ড্রাফটে সুযোগ পেতে হলে ক্রিকেটারদের অবশ্যই ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।

সোমবার সকাল ১০-১১টায় বিসিবির ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন- সাকিব আল হাসান, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফজলে মাহমুদ, রনি তালুকদার, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম, অলক কাপালি, শামসুর রহমান, শহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান রানা, আরাফাত সানি, রাকিবুল হাসান, আরিফুল হক, রুবেল মিয়া, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, সোহরাওয়ার্দী শুভ, শুভাগত হোম।

১১-১২টার মধ্যে অংশ নেবেন- শুভাশীষ রায়, মোহাম্মদ নুরুজ্জামান, মোহর শেখ, শাখাওয়াত হোসেন, ইফতেখার সাজ্জাদ, নাজমুল ইসলাম, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, সোহাগ গাজী, সঞ্জিত সাহা, মনির হোসেন, নূর হোসেন, সাজিদুল ইসলাম, এনামুল হক, অভিষেক মিত্র, নাদিফ চৌধুরী, আব্দুল মজিদ, জিয়াউর রহমান, মুক্তার আলী ও জাকির হাসেন।

দুপুর ১২টা-১টা পর্যন্ত অংশ নেবেন- সৈকত আলী, দেলওয়ার হোসেন, তানভির হায়দার খান, মেহেদী মারুফ, রবিউল হক, নাসির হোসেন, তাসামুল হক, মিজানুর রহমান, সালাউদ্দিন শাকিল, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম ইসলাম জুনিয়র, সালমান হোসেন, হোসেন আলী, জুবায়ের হোসেন, রাহাতুল ফেরদাউস, পিনাক ঘোষ, আল আমিন জুনিয়র, ফারদিন হোসেন, রবিউল ইসলাম ও সুজন হাওলাদার।

বেলা ১-২টার মধ্যে ফিটনেস পরীক্ষা দেবেন- অমিত মজুমদার, আবদুর রাজ্জাক, জাবিদ হোসেন, নিহাদ উজ জামান, হাবিবুর রহমান, মোহাম্মদ হাসানুজ্জামান, আবু সায়েম, সালমান হোসেন, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, আলাউদ্দিন বাবু, আব্দুল হালিম, মোহাম্মদ শরিফুল্লাহ, মাইশুকুর রহমান, রাকিন আহমেদ, মানিক খান, ইরফান হোসেন, জয় রাজ শেখ, নাহিদুল ইসলাম ও মেহরাব হোসেন।

মঙ্গলবার ১০-১১টার মধ্যে ফিটনেস পরীক্ষায় আসবেন- আজমির আহমেদ, শাকিল হোসেন, আলী আহমেদ মানিক, রাইহান উদ্দিন, শাবাজ চৌহান, মাসুম খান, টিপু সুলতান, শাহনুর রহমান, মাহমুদুল হক, আলিস আল ইসলাম, মাসুম খান, মোহাম্মদ জসিমউদ্দিন, মইনুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মইনুল ইসলাম হোসেন, সাব্বির হোসেন, মোহাম্মদ রুয়েল মিয়া, তুষার ইমরান, শফিউল হায়াত ও ইমরান আলী।

১১-১২টায় অংশ নেবেন- আহমেদ সাদিকুর রহমান, মোহাম্মদ ইলিয়াস, শাখাওয়াত হোসেন, শেনাজ আহমেদ, এনামুল হক জুনিয়র, ইমরানুজ্জামান, ইমতিয়াজ হোসেন, নাজমুল হোসেন মিলন, রাসেল আল মামুন, সাজ্জাদ হক, আসিফ হাসান, মোহাম্মদ আজিম ও মোহাম্মদ আসাদুল্লাহ হিল গালিব।

ad

পাঠকের মতামত