346107

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত এক লাখ ২০ হাজারের বেশি

মার্কিন নির্বাচনের ডামাডোলের মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের সব রেকর্ড ভেঙে এত বিপুলসংখ্যক মানুষ প্রাণঘা’তী রোগটিতে সংক্রমিত হলেন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টা থেকে পরের দিন একই সময়ের মধ্যে এক লাখ ২৩ হাজার ৮৫ মার্কিন নাগরিক করোনায় আক্রান্ত হন। এ সময়ে মৃত্যু হয়েছে এক হাজার ২২৬ জনের।

বুধবার ৯৯ হাজার ৬৬০ নতুন করে সংক্রমিত হয়েছিলেন। কিন্তু ২৩ হাজার ৪২৫ রোগী বাড়ায় আগের দিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

তবে মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কম রয়েছে। যদিও গত তিন দিন দেশটিতে প্রাণহানি হাজারের ওপর রয়েছে। এর আগে সেপ্টেম্বরেও করোনায় এত মানুষের মৃত্যু হয়েছিল।

খবরে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃ’তের সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষ’তিগ্র’স্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ এবং মৃ’তের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে শীতকালীন ফ্লু মৌসুম আসন্ন হওয়ায় দেশটির কিছু রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে রোগীদের ক্রমাগত আগমন মোকাবেলায় তাদের সক্ষমতার ব্যাপারে ইতোমধ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। এ মহামারী ভাইরাসের কারণে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং দেশটিতে কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছে।

ad

পাঠকের মতামত