346005

কোনাপাড়ায় লাইটের গোডাউনে ভ’য়াবহ আ’গুন

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় ১০ তলাবিশিষ্ট ভবনে একটি লাইটের গোডাউনে ভ’য়াবহ আ’গুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে ডেমরার পশ্চিম ডগাইর ভুট্টো মিয়া রোডের পূর্ব পাশের পাশা টাওয়ারে এ ঘটনা ঘটে। এ সময় আ’গুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের ৬ ও ৭ তলা পুড়ে যায়। এ ঘটনায় পাশের আরেকটি ভবনে আ’গুন ছড়িয়ে পড়ার শঙ্কায় রয়েছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানমের বরাত দিয়ে অপারেটর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। অপারেটর জানান, বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে আ’গুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে আ’গুন লাগার সূত্রপাত ও কোনো হতাহতের খবর দিতে পারেননি ওই অপারেটর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০ তলাবিশিষ্ট ওই ভবনটি সম্পূর্ণ গোডাউন হিসেবে ব্যবহার হচ্ছে। ভবনের মালিক জলিল পাশা নিজেই চায়না থেকে ইলেকট্রনিক্স মালামাল এনে এখানে গোডাউনজাত করেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি। তবে আ’গুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানান তিনি।

ad

পাঠকের মতামত