346035

অমিত শাহ মিথ্যাবাদী, দেশের মানুষকে বোকা বানিয়েছেন তিনি : নুসরাত জাহান

বিনোদন ডেস্ক : অমিত শাহ মিথ্যাবাদী৷ দেশকে এবং দেশের মানুষকে তার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়েছেন শাহ৷ এই মিথ্যা প্রচারে কোনও দিনই মন গলবে না বাংলার মানুষের৷ তাই অমিত শাহের এই মিথ্যার প্ররোচনায় পা দেবেন না বাংলার মানুষ৷ বলছেন অভিনেত্রী -সাংসদ নুসরাত জাহান৷ তিনি স্পষ্ট করেছেন যে, শাহকে বাংলার মানুষ বিশ্বাস করবেন না কোনওদিন৷

রাজ্যে অমিত শাহের সফরের ঘোর বিরো’ধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে, দুই একটি রাজনৈতিক দল নিয়মিত মহামা’রী আইন ল’ঙ্ঘন করে মিটিং-মিছিল করছে৷ এবং পুলিশ বাধা দিতে গেলে তাদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভয় দেখানো হচ্ছে৷ এদিকে তৃণমূল দল অমিত শাহের এই সফর নিয়ে জোরদার নেতিবাচক প্রচার শুরু করেছে৷

সোশ্যাল মিডিয়াকেও এই প্রচারের হাতিয়ার করেছেন দলীয় নেতারা৷ অমিত শাহের বাংলা সফরের বিরো’ধীতা করে নেতা-কর্মীর তৈরি করে ফেলেছেন #BanglaBirodhiAmitShah স্লোগান৷ যাতে শামিল হয়েছেন অভিনেত্রী ও বসিরহাট থেকে তৃলমূল কংগ্রেসের সাংসদ নুসরাত জাহানও৷ নিজের ট্যুইটারে তিনি অমিত শাহকে মিথ্যাবাদী বলেছেন৷

অমিত শাহের বাংলা সফরকে কটাক্ষ করে তৃণমূলের এই প্রচার খুবই অভিনব৷ অনেকগুলি ইংরেজি অক্ষর পাশাপাশি বসিয়ে একটি কার্ড বানানো হয়েছে৷ যার মধ্যে এক একটি অর্থপূর্ণ শব্দ রয়েছে৷ এক অমিত শাহকে বর্ণনা করে এমন অনেক বিশেষণ রয়েছে এই শব্দগুলির মধ্যে৷ যা অবশ্যই নেতিবাচক৷ এক নজরে কোন শব্দ চোখে পড়ে, তাই জিজ্ঞাসা করা হয়েছে৷ এক্ষেত্রে নুসরাতের নজরে এসেছে লায়ার শব্দটি, যার মানে মিথ্যাবাদী৷

২ দিনের রাজ্য সফরে বুধবারই রাত সাড়ে আটটা নাগাদ বাংলায় পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা৷ করোনার কারণে বিহার ভোটে সেভাবে স’ক্রি’য় থাকতে পারেননি তিনি৷ দুর্গাপুজোয় বাংলা সফরের পরিকল্পনা থাকলেও, তা হয়নি৷ তাই সুস্থ হয়েই ঝাঁপিয়ে পড়েছেন বাংলার দিকে৷ বিধানসভা ভোটেকে পাখির চোখ করে এবার অমিত শাহের টার্গেট বাংলা জয়৷ সেই লক্ষ্যে ঘুঁটি সাজাচ্ছেন তিনি৷ বাংলা সফরে তার বিস্তর কর্মসূচি রয়েছে৷

ad

পাঠকের মতামত