345439

৩৫ সেকেন্ডে ধ্বং’সস্তূপ তুরস্কের ইজমির

মাত্র ৩৫ সেকেন্ডে ধ্বং’সস্তূপের এক নগরী এখন তুরস্কের ইজমির প্রদেশ। শুক্রবারের(৩০ অক্টোবর) শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। আ’হত ৮ শতাধিক। যদি কেউ বেঁ’চে থাকে সেই আশায় ধসে পড়া ভবনসহ ধ্বং’সযজ্ঞ সরিয়ে প্রাণের সন্ধানে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। টু’করো টু’করো হয়ে যাওয়া ভবনের বিভিন্ন অংশ সরিয়ে তাই এই প্রাণান্তর চেষ্টা।

৩০ লাখ জনসংখ্যার ইজমিরে আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বং’সস্তূপে পরিণত হওয়ার পর মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে আক্রান্ত এলাকায়। অধিকাংশ মানুষের আশ্রয় খোলা আকাশের নিচে। অনেকেই পার্কসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে আশ্রয় নিয়েছেন। ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক দুই মাত্রার আফটার শকের পূর্বাভাস দিয়েছেন বিজ্ঞানীরা। এ অবস্থায় আ’তঙ্কে রয়েছেন স্থানীয়রা।

বলেন, আমাদের পাশের বাড়িঘর একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তবে আফটার শকের কারণে আমাদের ভবন ঝুঁ’কিতে রয়েছে। সরকার ক্ষ’য়ক্ষ’তি নিরুপণ করার পর হয়তো আমরা সিদ্ধান্ত নিতে পারব আমরা কোথায় যাবো।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে স্মরণকালের অন্যতম ভ’য়াবহ ভূমিকম্প ঘটেছে ইজমির প্রদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত ভূমিকম্পের সময়ের বিভিন্ন চিত্রে ভূমিকম্পের ভ’য়াবহতা অনুমান করা যায়।

একইসময়ে গ্রিসের স্যামোস দ্বীপেও ভূমিকম্পটি আ’ঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে ইজিয়ান আইল্যান্ডে ছোটখাট একটি সুনামিও আ’ঘাত হানে। ভবন ধসে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

তুরস্ক ও গ্রিসের উপকূলীয় ইজিয়ানে ভূমিকম্প আ’ঘাতের পর হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একইসঙ্গে সঙ্কট মোকাবিলায় গ্রিসকে নিয়ে যৌথভাবে ভূমিকম্প পরবর্তী পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন তিনি।

ad

পাঠকের মতামত