345036

এবার ডান হাতে গোল দিতে চান ম্যারাডোনা

নিজের ৬০তম জন্মদিনে ইংল্যান্ডকে খোঁচা দিলেন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনা। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালের সেই মহাজাগতিক মুহূর্তকে স্মরণে এনে ম্যারাডোনা আবারো হাত দিয়ে গোল করতে চাইলেন। সেই ইংল্যান্ডের বিপক্ষেই। তবে এবার বাম নয় ডান হাত দিয়ে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে দলের দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা। এর মাঝে প্রথম গোলটিই ইতিহাস বিখ্যাত। যে গোলটি তিনি গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে বাম হাত দিয়ে সবার চোখের আড়ালে করেছিলেন।

এবার ফ্রেঞ্চ ফুটবল ম্যারাডোনার কাছে প্রশ্ন রেখেছিল, ‘৬০তম জন্মদিনে কোন উপহার চান?’ এমন প্রশ্নের জবাবে ইংলিশদের সেই পুরনো দুঃখ ফের জাগিয়ে দিয়ে ম্যারাডোনা বলেন, ‘ইংল্যান্ডের জালে আরেকটি গোল করার স্বপ্ন দেখি। এবার ডান হাত দিয়ে।’

৩০ অক্টোবর ম্যারাডোনার ৬০ বছর পূর্ণ হবে। আর্জেন্টিনাকে অনেকটা একক প্রচেষ্টায় ‘৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই কিংবদন্তির জন্য বিশেষ সংখ্যা বের করছে ফ্রেঞ্চ ফুটবল।

সূত্র- ডেইলিমেইল

ad

পাঠকের মতামত