344877

কা’রফিউ’র প্র’তিবাদে ইতালিতে ব্যাপক বি’ক্ষোভ

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ অবস্থায় সরকার নতুন অধ্যাদেশ’ জারি করেছে যা ব’লবৎ থাকবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

পানশালা, রস্তোরাঁগুলো সন্ধ্যা ৬ টার পর বন্ধ থাকবে শুধুমাত্র হোম ডেলিভারি দিতে পারবে। কাজ বা জরুরি অবস্থা ছাড়া অবাধ চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনীতিকে রক্ষায় নতুন অধ্যাদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

এরইমধ্যে বেশ কটি শহরে রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ কার্যকর হয়েছে। নতুন করে লকডাউনের খবরে রোম, নেপোলি ও মিলানসহ বেশ কয়েকটি শহরে বি’ক্ষোভ হয়েছে। এতে পুলিশের সাথে সং’ঘর্ষের ঘ’টনাও ঘটে।

স্বাস্থ্যবিধি কঠোর হওয়ায় আগামী এক মাসে ব্যবসায়ীরা একশো কোটি ইউরোর ক্ষ’তির মুখে পড়তে পারেন বলে জানিয়েছে জাতীয় কৃষি কনফেডারেশন। আর্থিকভাবে আবারো ক্ষ’তির শ’ঙ্কায় উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরাও।

ইতালিতে গেল একদিনে ২১ হাজারের বেশি মানুষ নতুন করে আ’ক্রান্ত হয়েছেন। মা’রা গেছেন ১শ’ ২৮জন। শীতের তী’ব্রতা বাড়ার সাথে সাথে আ’ক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী হচ্ছে।

ad

পাঠকের মতামত