344850

এরফান সেলিমের বাসা থেকে বিদেশি ম’দ-বি’য়ার-অ’স্ত্র উ’দ্ধার

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিমের বাসা থেকে অ’বৈধভাবে মজুত রাখা বিদেশি ম’দ ও বি’য়ার উ’দ্ধার করেছে র‌্যাব। এছাড়া তার শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ ওয়াকিটকি, ইলেকট্রনিক ডিভাইস ও একটি অ’স্ত্র উ’দ্ধার করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অ’ভিযান চালিয়ে এসব উ’দ্ধার করা হয়। অ’ভিযান এখনও চলছে। র‌্যাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (২৫ অক্টোবর) রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মা’রধ’র করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘ’টনা ঘটে। রাতে এ ঘ’টনায় জিডি হলেও আজ (সোমবার) ভোরে হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বি’রুদ্ধে মা’মলা করা হয়।

মা’মলার এজাহারে বলা হয়েছে, ‘এরফানের গাড়ি ওয়াসিফকে ধা’ক্কা মা’রার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আ’সামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনি মে’রে ফেলব’ বলে কি’ল-ঘু’ষি মা’রেন এবং আমার স্ত্রীকে অ’শ্লীল ভাষায় গা’লিগালা’জ করেন।’

‘তারা আমাকে মা’রধ’র করে র’ক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আমার স্ত্রী, স্থানীয় জনতা এবং পাশে ডিউটিরত ধানমন্ডি থানার ট্রাফিক পুলিশ কর্মকর্তা আমাকে উ’দ্ধার করে আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যায়।’

মা’মলায় মোট পাঁচটি ফৌজদারি অ’পরাধের ধারার কথা উল্লেখ করা হয়েছে। অ’পরাধগুলো হলো- দ’ণ্ডবিধি ১৪৩ অনুযায়ী বেআইনি সমাবেশের সদস্য হয়ে কোনো ব্যক্তির বি’রুদ্ধে অ’পরাধমূলকভাবে বল প্রয়োগ করা, ৩৪১ অনুযায়ী কোনো ব্যক্তিকে অ’বৈধভাবে নিয়ন্ত্রণ করা, ৩৩২ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তার কাজে বাধাদানের উদ্দেশ্যে আ’হত করা, ৩৫৩ ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তার ওপর বল প্রয়োগ করা এবং ৫০৬ ধারায় প্রা’ণনাশের হু’মকি দেয়ার।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে অ’ভিযান চালিয়ে এরফান সেলিমকে গ্রে’ফতার করে র‌্যাব। এদিকে হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে এক দিনের রি’মান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আ’দালত এই আদেশ দেন। সূত্রঃ জাগো নিউজ

ad

পাঠকের মতামত